ফরিদপুরের চরভদ্রাসনে বৃহস্পতিবার সকাল হতে সন্ধা ৬ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন নৌ-পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সেফটি ও নির্বাহী হাকিম (সমগ্র বাংলাদেশ) ইমদাদুল হক তালুকদার।
এ সময় তার সাথে ছিলেন নৌ-যান পরিদর্শক মোঃ হাবিবুর রহমান, র্যাব-৮ এর ডিএডি মোঃ ইসরাইল আমীন, নারায়নগঞ্জ র্যাব-১১ এর ডিএডি মোঃ এরশাদুল হক, মাওয়া কোষ্টগার্ড এর মোঃ রফিক,নৌ-পুলিশ সিএন্ডবি ঘাট এর উপ-পরিদর্শক রুহুল আমীন ও সংশ্লিষ্ট বাহিনীর ফোর্স।
অভ্যন্তরীন নৌ অধ্যাদেশ ১৯৭৬ এর বিভিন্ন ধারায় অতিরিক্ত পণ্য পরিবহন,নৌ-যানের রেজিস্ট্রেশন না থাকা,নাবিক স্বল্পতা সহ বিভিন্ন অপরাধ ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৯ এবং ৪০ ধারায় গোপালপুর আন্ত:জেলা ফেরিঘাটে টোলচার্ট না থাকায় বিভিন্ন অংকে এ জরিমানা করা হয়।
চরভদ্রাসন-মৈনুট আন্ত:জেলা ফেরীঘাট কর্তৃপক্ষের আকমাল হোসেন (২৮) কে ১ লক্ষ টাকা, নৌ-পরিবহন এমটি জেবুন্নেছা এর মোঃ আবুল খায়ের (৪২) কে ৫০ হাজার, এম ভি কাঠাল বাড়ী এর নূরুল ইলামকে ৩০ হাজার, সামচু মাঝি পরিবহন এর মোঃ নুরু (৫০) কে ২০ হাজার, মায়ের দোয়া এর শাহেব আলী (৫৮) কে ২০ হাজার, তিন ভাই পরিবহন এর জয়নাল শেখ (৩৮) কে ২০ হাজার,ভাই ভাই পরিবহনের মোঃ মোকলেস মৃধা (৪২) কে ২০ হাজার ও আকাশ পরিবহন এর মোঃ সগির (৩২) কে ৫ হাজার টাকা ও আরও দুই ব্যাক্তিকে ৮০ হাজার টাকা সহ মোট ৩ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রিন্ট