নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি’র) চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ ইউনিয়ন শাখার সভাপতির বিরুদ্ধে একটি নিউজ পোর্টালে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দলটির চরনদ্বীপ ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আক্কাস খান।
.
প্রতিবাদে তিনি উল্লেখ করেন যে উক্ত সংবাদে চরণদ্বীপ ইউনিয়ন জাতীয়তাবাদী দল এর নাম উল্লেখ করে আক্কাস বাহিনী নামক গ্রুপের বর্ণনা দিয়ে সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন মনগড়া সংবাদ প্রচার করা হয়। আমি উক্ত সাংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
.
আক্কাস খান বলেন আমি বিগত ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পদে দায়িত্ব পালনের মধ্য দিয়ে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে চরণদ্বীপ ইউনিয়নের বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়ীত্ব পালন করে পর্যায়ক্রমে বর্তমানে চরনদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি। এ ছাড়াও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি।
.
উল্লেখ্য যে রাজনীতির পাশাপাশী ব্যাবসায়ী জীবনে আমি দীর্ঘদিন যাবত চট্টগ্রাম শহরে বসবাস করে আসছি। আমি সেখানে আমার ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করি। আক্কাস বাহিনী নামক বা চরণদ্বীপ এলাকার কোন সন্ত্রাসী, মাদক ব্যাবসায়ী, অস্ত্র ব্যবসায়ির সাথে আমার কোন সম্পর্ক নেই। এলাকায় মাদক, সন্ত্রাস নির্মুলে আমরা জাতীয়তাবাদী পরিবার বদ্ধপরিকর। উক্ত এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের চেষ্টা অব্যাহত থাকায় একটি কুচক্রী মহল উদ্যেশ্য প্রনোদিত হয়ে মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন তথ্য দিয়ে আমাকে সামাজিক ভাবে নাজেহাল ও হয়রানি করার চেষ্টা করে যাচ্ছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রিন্ট