নুরুল ইসলামঃ
ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাবে নির্মিত বাঁশের তৈরি ৪০০ মিটার আড়াআড়ি বাঁধ উচ্ছেদ করা হয় এবং সেই সাথে ৩ হাজার মিটার বিভিন্ন ধরণের জাল জব্দ করে ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সদরপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।
.
অভিযানে জব্দকৃত ৩০০ মিটার কোনাজাল, ৭০০ মিটার চায়না দুয়ারী, ১০০০ মিটার কারেন্ট জাল বলে জানা গেছে। বুধবার (৯ এপ্রিল) বিকাল ৩:০০ টা থেকে সন্ধ্যা ৮:০০ টা পর্যন্ত সদরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শিমুলতলী ঘাট সংলগ্ন পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদের সংযোগস্থলে এ অভিযান পরিচালিত হয়।
.
উপজেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে, বিভিন্ন মহল থেকে পদ্মা নদীর উক্ত এলাকায় অবৈধভাবে বাঁশের বাঁধ নির্মাণ ও বাধের সাথে কোনাজালের ফাঁস তৈরি করে জাটকা ইলিশসহ অন্যান্য মাছ নিধন চলছে মর্মে অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় ।
.
উচ্ছেদ অভিযানে সার্বিক দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মেহেদী হাসান এ প্রতিবেদককে জানান, ইলিশসহ অন্যান্য মাছ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত রাখা হবে। আমরা উৎসুক জেলে ও জনতার মাঝে সচেতনতা বাড়াতে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ এর লিফলেট বিতরণ করেছি।
প্রিন্ট