ওবায়দুল হক মানিকঃ
বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে রেমিট্যান্স ব্যবস্থার উন্নয়ন ও উদ্যোক্তার ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটরদের সমন্বয়ে প্রবাসীদের আর্থিক সহযোগিতা, বিনিয়োগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করতে সকল রেমিট্যান্স একযোগে কাজ করে যাচ্ছি- এমন মক্তব্য করেন বাংলা নেক্সট ডিজিটাল প্লাটফর্মের সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য এস কে রায়হান আব্দুল্লাহ।
.
গত ৫ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করেন বাংলা নেক্সট ডিজিটাল প্লাটফর্মের কর্মকর্তারা। এ সময় জাতিসংঘের এসডিজিএস-এর চারটি টেকসই উন্নয়নকে উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আশ্বাস দেন।
.
কমিউনিটির পক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ রায়হান আব্দুল্লাহ, ভারপ্রাপ্ত সদস্য সচিব বাঁধন আহমেদ,শওকত হোসেন রাসেল, মোঃ জামান, ঐশী এবং কার্যনির্বাহী সদস্যগণ মতবিনিময় ও আলাপ-আলোচনা অংশ গ্রহণ করেন এবং উপস্থিত গণ্যমান্য সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
.
“প্রবাস থেকে প্রবৃদ্ধির দিকে” এই প্রতিপাদ্যকে সমুন্নত রেখে সম্ভাবনাময় প্রবাসীদের ব্যবসায়িক উন্নয়ন এবং সামাজিক পরিবর্তনে সক্রিয় ভূমিকা পালন করার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। প্রবাসীদের সেতুবন্ধনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করার প্রত্যয়ও ব্যক্ত করেন আলোচকরা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ আমিরাতের গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনরা।
প্রিন্ট