রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে দীর্ঘ ৪০ বছর যাবৎ একটি মসজিদের ইমামতি শেষে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় নিলেন দীঘা উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ জিল্লুর রহমান। শুক্রবার (৪ এপ্রিল) জুম্মার নামাজ শেষে বিকালে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এলাকাবাসী জানান, ৭০ বছর বয়সী মাওলানা মোঃ জিল্লুর রহমান উপজেলার আড়বাব গ্রামের সোবাহান মোল্লার ছেলে। ১৯৮৫ সাল থেকে তিনি উপজেলার চংধুপইল ইউনিয়নের গোসাইপুর-মিল্কিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বার্ধক্য জনিত কারণে তিনি ইমামতি থেকে অবসরের সিদ্ধান্ত নিলে এলাকাবাসী তাকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়ার আয়োজন করে। তারা আরো বলেন, তিন প্রজন্ম ধরে তিনি আমাদের দ্বীনের শিক্ষা দিয়েছেন। নামাজ পড়িয়েছেন। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। আমরা তার প্রতি চির কৃতজ্ঞ থাকব।
.
মসজিদ কমিটির সভাপতি সাইদুর রহমান বলেন, ইমাম জিল্লুর রহমান ছিলেন আমাদের অভিভাবক। তিনি আমাদের ইসলামী জীবন বিধান মেনে চলার দিকনির্দেশনা দিয়েছেন। তার স্বীকৃতি স্বরূপ আমরা তাকে এমন বিরল সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
.
মাওলানা জিল্লুর রহমান বলেন, জীবনের ৪০টি বছর এই মসজিদ, মহল্লার মানুষ ও ইসলামের খেদমতের জন্য ব্যয় করেছি। এই এলাকার মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝতে পারিনি। এ সময় তিনি কোন ভুল ত্রুটি করে থাকলে সকলের কাছে ক্ষমা ও পরবর্তী জীবনের জন্য দোয়া প্রার্থনা করেন। এতে সেখানে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। সকলের থেকে বিদায় শেষে এলাকাবাসী মোটরসাইকেলের এক বিশাল বহর নিয়ে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামকে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেন। মসজিদের ইমামের এমন রাজকীয় বিদায় এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রিন্ট