পাবনার চাটমোহরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ “তারুণ্যের আলো” এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ত্রৈমাসিক লিটল ম্যাগ ‘তারুণ্যের আলো সাহিত্য তরী’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
গত রবিবার (১৮ জুলাই)সন্ধ্যায় তারুণ্যের আলো কার্যালয়ে সীমিত পরিসরে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম।
তারুণ্যের আলোর সভাপতি মেহেদী হাসান মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবজিৎ কুন্ডু বাঁধনের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, অধ্যাপক খায়রুজ্জামান দিদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, হোসনেয়ারা হাসিসহ সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও তারুণ্যের আলোর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট