পাবনার চাটমোহরে দরিদ্র পিতার কাছে ঈদে নতুন জামা আবদার করে না পেয়ে অভিমানে গলায় ফাস নিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে গত নিহত স্কুলছাত্রী ওই গ্রামের ইসলাইল হোসেনের মেয়ে ও বামনগ্রাম হাইস্কুলের গম শ্রেণীর ছাত্রী এমিয়া খাতুন (১২)।
জানা গেছে,এমিয়া তার দিনমজুর পিতার কাছে ঈদুল আযহা উপলক্ষে নতুন জামা আবদার করে। তার পিতা অভাবের সময় জামা দিতে অপরাগতা প্রকাশ করে। এ অভিমান করে এমিয়া শনিবার সন্ধ্যার পর সবার অগোচরে নিজ শোবার ঘরের ডাবের সাথে গলায় ফাস নিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন।
প্রিন্ট