মানিক কুমার দাসঃ
ফরিদপুরে চকবাজার বণিক সমিতি কার্যালয়ে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। জানা গেছে আজ বৃহস্পতিবার দুপুর ২:৩০ মিনিটে শহরের বাদাম পট্টিতে অবস্থিত বণিক সমিতির রুমে আইপিএস থেকে আগুনের সূত্রপাত হয়।
এ সময় বণিক সমিতির কক্ষের বিভিন্ন আসবাবপত্র সহ কিছু কাগজপত্র উড়ে যায়।
.
স্থানীয় লোকজন হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন, সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লেগে চকবাজার বণিক সমিতির একটি টিনসেট কক্ষের আংশিক অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
.
এতে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকার ক্ষতি হয় বলে জানা যায়। এ সময় বণিক সমিতির কক্ষে কোন লোকজন ছিল না। যে কারণে কোন প্রানহানির ঘটনা ঘটে নাই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট