রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকার প্রবাসী রায়হান হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
.
গতকাল ২৬ মার্চ বুধবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা বাজার এলাকায় এ মানববন্ধন করা হয়। এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বাবা মনোয়ার আলী মিয়া, মা সেতেরা বেগম, বোন পলি আক্তার, ভাই আলাল মিয়া ও রানা মিয়া।
.
এ সময় বক্তারা বলেন, রায়হানকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে ও গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। রায়হান হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত ফাঁসির আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। অন্যথায় অবিলম্বে আমরা আগামী দিনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
প্রিন্ট