রাশিদুল ইসলাম রাশেদঃ
পরিবারের সবার সাথে ঈদের আনন্দ উপভোগ করতে মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভাড়া করা মাইক্রোবাসে গ্রামের বাড়িতে ফেরার পথে সড়কেই প্রাণ গেল বাবা শাহরিয়ার শাকিল (৩৫) ও মেয়ে সামাইরা সায়মার (২)। নিহত শাহরিয়ার শাকিল বগুড়া সদর থানার কৈপাড়া গ্রামের আবুল কাশেম মন্ডলের ছেলে। এই ঘটনায় শাহরিয়ার শাকিলের স্ত্রী আয়েশা আক্তার রুমি (২৬) ও অজ্ঞাত মাইক্রোবাস চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
.
জানা যায়, যশোর থেকে বগুড়া যাওয়ার পথে উপজেলার গোধড়া গ্রামে জাহিদ অটো রাইস মিলের কাছে দ্রুতগতির মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-গ ১৪-৩২৬৬) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা মাইক্রোবাসে থাকা চালকসহ ৪ জনকে গুরুতর যখম অবস্থায় উদ্ধার করে দ্রুত নিকটস্থ বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মানিক সাময়িক চিকিৎসা শেষে শাহরিয়ার হোসেন শাকিল ও তার মেয়ে সামাইরা সাইমাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী রুমি সেখানে চিকিৎসাধীন আছেন। তবে গাড়ি চালককে উন্নত চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
.
এ বিষয়ে রুমির বড় ভাই ইউসুফ হাবিব শাহিন বলেন, আমার বোন জামাই শাহরিয়ার শাকিল সকালে পরিবার সহ কর্মস্থল যশোর থেকে ভাড়া করা মাইক্রোবাসে বগুড়ার বাসায় যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন।
.
ঘটনার বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আহতরা চিকিৎসাধীন রয়েছেন। নিহত দুজনের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রিন্ট