ফিরোজ আলমঃ
রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬শে মার্চ) বিকালে মোহনপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
.
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ।
.
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ- সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
.
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড: তোফাজ্জুল হোসেন তপু,
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, নওহাটা পৌরসভার সাবেক মেয়র মকবুল হোসেন, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার শামসুজ্জোহা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা।
.
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও (সাবেক ছাত্রনেতা) রাইসুল ইসলাম রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিবুল হাসান লিটন, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টুটনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
.
ইফতার মাহফিলে এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামানা করে দোয়া মোনাজাত করে জনগনের কল্যাণে কাজ করার জন্য আশা ব্যক্ত করেন তারা।
প্রিন্ট