সাহিদা পারভীনঃ
কালুখালীতে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী মহুয়া আফরোজ। অনুষ্ঠানে কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান উম্মন, কালুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদউল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: রফিকুল ইসলাম রতন, মুক্তিযোদ্ধা কাজী শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফকির লিয়াকত আলী প্রমুখ বক্তব্য রাখেন।
প্রিন্ট