মুস্তাফিজুর রহমানঃ
ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটির প্রথম প্রহর সূর্যোদয়ের পূর্বে ৩১বার তোপদ্ধনির মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভ সূচনা করা হয়।
এ উপলক্ষে ঐদিন বুধবার সকাল ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাদের নামে গড়ে ওঠা মুক্তিযুদ্ধ ভাস্কর্য স্বাধীনতা চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন।
এর পর একে একে শ্রদ্ধা জানাতে আসে চরভদ্রাসন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা বি.এন.পি ও এর অঙ্গ সংগঠন, ফায়ার সার্ভিস, বিভিন্ন স্কুল, কলেজ ও নানা শ্রেনী পেশার মানুষ।
সকাল ৯ টায় চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, কুচকাওয়াজ, প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণ ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে পালিত হয় মহান স্বাধীনতা দিবস।
প্রিন্ট