বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পান্নু ফুটবল স্পোটিং ক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে মুকসুদপুর মনোয়ারা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পান্নু ফুটবল স্পোটিং ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম পান্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায়, এ সময় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ, পান্নু ফুটবল স্পোটিং ক্লাবের উপদেষ্টা ও ফরিদপুরের ত্রুীড়া সংগঠক শামসুল হুদা হুদু, পান্নু ফুটবল স্পোটিং ক্লাবের উপদেষ্টা হায়দার রহমান ফটু মোল্লা, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক কাইয়ুম শরীফ, দপ্তর সম্পাদক বাদশা মিয়া, মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সালথা উপজেলা ত্রুীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক জাহিদ হাসান এমেলী, পান্নু ফুটবল স্পোটিং ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক রাসেল প্রমূখ।
এ বছর পাইনিয়াম লীগ বাংলাদেশের দুইটি ক্লাব খেলার সুযোগ পেয়েছে। এর মধ্যে একটি পান্নু ফুটবল স্পোটিং ক্লাব এবং অপরটি ফেনীর একটি ক্লাব।
প্রিন্ট