বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে, এসময় বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ফায়েক আলী মোল্লা, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক কাইয়ুম শরিফ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেন।
প্রিন্ট