ফরিদপুরের বোয়ালমারীতে অবস্থিত আনোয়ারা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী আফতাব আহমেদের পক্ষে বোয়ালমারী পৌরসভার পাঁচ শতাধিক ভ্যান চালকদের মধ্যে মানবীক খাদ্যসহায়তা প্রদান করেছেন বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন।
করোনাকালীন সময়ে ঈদ উপলক্ষে বোয়ালমারী পৌরসভা প্রাঙ্গণে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।১৬ জুলাই শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, প্যানেল মেয়র মোমিন খান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আজিজুল হক, ১ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিবুর রহমান বিপ্লব মিয়া, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ খান, সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা আক্তার রুমা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল প্রমুখ।
প্রত্যেক ভ্যানচালককে মানবিক খাদ্য সহায়তা হিসাবে দেয়া হয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি তেল, আলু, পেঁয়াজ, রসুন, চিনি, গুড়াদুধ, সেমাই ও সাবান।
প্রিন্ট