আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোরে পৌরসভার প্ল্যান পাশ না করেই পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।এঘটনায় মহল্লাবাসী বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এদিকে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধের দাবিতে গত সোমবার রায়তান বড়শো মহল্লাবাসীর পক্ষে মিজাজুর রহমান বাদী হয়ে শামসুল ইসলামকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে,তানোর পৌর এলাকার কালীগঞ্জ হাটের প্রধান রাস্তা সংলগ্ন জায়গায় অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। পৌরসভা আইন অমান্য ও পৌর প্ল্যান ছাড়াই অবৈধ স্থাপনা নির্মাণ করায় রাজস্ব বঞ্চিত হচ্ছে পৌরসভা।
অভিযোগে প্রকাশ, তানোর পৌর এলাকার কালীগঞ্জ হাটের প্রধান রাস্তা সংলগ্ন জায়গায় পৌরসভার প্ল্যান ছাড়াই অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করছেন প্রভাবশালী শামসুল ইসলাম। তাকে পানি পড়নের জায়গা ছেড়ে ও পৌর প্ল্যান পাশ করে স্থাপনা নির্মাণের কথা বলা হলে সে কোন কর্নপাত না করে জোরপুর্বক অবৈধ স্থাপনা নির্মাণ কাজ করে যাচ্ছে।এই অবৈধ স্থাপনা নির্মাণ হলে বাদীর জায়গা থেকে পানি বের হবে না এবং বর্ষা মৌসুমে ভয়াবহ জলবদ্ধতার সৃষ্টি হবে।একই সঙ্গে জনসাধারণের চলাচলে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি হবে।
স্থানীয়রা জানান, পৌর এলাকায় কোনো পাকা স্থাপনা নির্মাণ করতে হলে পৌর প্ল্যান পাশ করতে হয়। প্ল্যান পাশ ব্যতিত কোনভাবেই স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না। সেক্ষেত্রে শামসুল পৌর আইন অমান্যসহ রাজস্ব ফাঁকি দিয়েছে।
এবিষয়ে জানতে চাইলে অভিযোগকারি মিজাজুর জানান, পৌরসভার প্ল্যান ছাড়াই ও দুই পারে পানি বের হওয়ার কোন রাস্তা না দিয়ে জোরপূর্বক অবৈধ ভাবে পাকা স্থাপনা নির্মাণ করছেন। আমি নিষেধ করলে আমাকে হুমকি ধামকি দিয়ে শামসুল বলে তার জায়গায় তিনি বিল্ডিং নির্মাণ করছেন কোন প্ল্যান লাগবে না।
এবিষয়ে তানোর পৌর কর্তৃপক্ষ জানান, প্ল্যান পাশ ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। সেটা অমান্য করে কেউ বিল্ডিং বা স্থাপনা নির্মাণ করলে অবৈধ হিসেবে গণ্য হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান জানান, অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট