মানিক কুমার দাসঃ
পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়াসিন কবির, স্থানীয় সরকার ফরিদপুরের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম, ফরিদপুর পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম, ফরিদপুর জেলা এন এসআই এর যুগ্ম পরিচালক অমিত বড়ুয়া, জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস আল ইসা, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আফজাল হোসেনকে পলাশ , জুলফিকার হোসেন জুয়েল, সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত চানমারি ঈদগাহমাঠে সকাল ৭:৩০ এ অনুষ্ঠিত হবে যেখানে ইমামতি করবেন চকবাজার জামে মসজিদের ইমাম সাহেব। অন্যদিকে সকাল ৭:৪৫ মিনিটে চকবাজার জামে মসজিদ এবং সকাল ৮:০০ মিনিটে মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের জামাতে জরুরি প্রয়োজনে মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস বিদ্যমান থাকবে। এছাড়া ঈদের সময় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সজাগ থাকবে এবং পুলিশের টহল টিম থাকবে। সকল ধরনের পটকা ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে এবং কেউ পটকা, আতশবাজি এবং উচ্চস্বরে গান-বাজনা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঈদের পূর্বে পরিবহন সেক্টরগুলো যাতে বাসের ভাড়া সহ যাতায়াত ভাড়া বৃদ্ধি না করে সে জন্য খেয়াল রাখা হবে।
প্রিন্ট