আরিফুল ইসলাম জয়ঃ
কুড়িগ্রামের রাজারহাটে ১৮ দিন আটকিয়ে রেখে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি ফজলুল হককে (৪৮) গ্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ।
আটক ফজলুল হক লালমনিরহাটের চর গোগুন্ডা এলাকার টেংরা মামুদ এর ছেলে। শুক্রবার রাতে রংপুর থেকে তাকে আটক করা হয়। আজ শনিবার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন।
এর আগে গত (২ মার্চ) সম্পর্কের আত্মীয়তার সুবাদে ধর্ষক ফজলুল হক ও তার স্ত্রী কিশোরীর বাড়িতে যায়। বাড়িতে কেউ না থাকার সুবাদে অস্ত্রের মুখে কিশোরীকে তুলে লালমনিরহাটের চর গোগুন্ডা এলাকার বাড়িতে নিয়ে যায়। সেখানে ১৮ দিন আটকিয়ে রেখে সংঘবদ্ধ ধর্ষণ চালায় ও মোবাইলে ভিডিও ধারণ করে।
গত বুধবার রাতে ওই কিশোরী কৌশলে পালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ফজলু ও তার লোকজন তাকে ধাওয়া করে। পরে রাজারহাটের গতিয়াসাম গ্রামে আব্দুল বাছেদ মিয়ার বাড়িতে আশ্রয় নেন কিশোরী। পরে তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হলে পুলিশ প্রধান আসামি ফজলুল হকে গ্রেপ্তার করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলুল হককে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রিন্ট