ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কুষ্টিয়ার মিরপুর উপজেলার ভাংগা বটতলায় সড়কে গাছ ফেলে ও ট্রাক আড়াআড়ি করে রেখে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ ঘটনা ঘটে।
ডাকাতদল অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক আমজাদ হোসেন গুরুত্বর আহত হয়েছে। বর্তমান চালক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ব্যাপারে বাসচালক আমজাদ হোসেনের সাথে কথা হলে তিনি জানান, শুক্রবার যাত্রীদের নিয়ে রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে মেহেরপুরের পথে রওনা হই। আজ শনিবার রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ায় পৌঁছে সেহরি খেয়ে মেহেরপুরের দিকে রওনা হই। এ সময় যাত্রীসহ বাসে আমরা মােট ৯ জন ছিলাম।
তাদের মধ্যে ৫ জন যাত্রী আর আমরা বাসের স্টাফ ৪ জন। রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে মেহেরপুরের পথে রওনা হই। কষ্টিয়া ভাঙ্গা বটতলা এলাকায় সড়কের কাছে গিয়ে দেখি সড়কের ওপর ট্রাক ও গাছ ফেলে ব্যারিকেড । বাস থামালে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাসের মধে উঠে পরে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের মারধর করে টাকা স্বর্ণলংকারসহ সুপারভাইজারের কাছে থাকা নগদ ২৫ হাজার টাকাসহ যাত্রীদের ২ লাখ টাকা ও মালামাল নিয়ে গেছে ডাকাতদল।
তিনি আরো বলেন, সড়ক ব্যারিকেড দেখে আমি বাস ব্যাক করার চেষ্টা করলে ডাকাতরা চারপাশ থেকে বাস ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে বাসে কোপাতে থাকে। এরপর দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট করে। এ সময় প্রতিবাদ করায় আমাদের মারধর করে। আমার হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। তারা সবাই মুখোশধারী ছিল।
কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম বলেন, সড়কের উপর ট্রাক ও গাছ আড়াআড়ি করে রাস্তা আটকে বাস থামিয়ে ডাকাতি করা হয়েছে। বাসের চালককে মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। নগদ টাকা ডাকাতি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক। জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট