আরিফুল ইসলাম জয়ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাস্তা পারাপারের সময় অটোর ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। নিজ বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় অটোর ধাক্কায় নামের এক মহিলার মৃত্যু হয়েছে।
শনিবার (২২ মার্চ) সকাল আনুমানিক ১০টার সময় উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দরের লক্ষীমোড় নামক স্থানে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই ফাতেমা বেগম (৬০) দক্ষিণ ভরতেরছড়া গ্রামের হাবুল মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বাড়ির সামনে রাস্তার বিপরীতে একজন পাগলি পানি খাইতে চাইলে ফাতেমা বেগম পানি নিয়ে রাস্তা পার হওয়ার সময় সোনাহাট থেকে ভূরুঙ্গামারীগামী একটি অটো তাকে ধাক্কা দেয়। ওই অটোর চাকার সাথে ফাতেমা বেগমের শাড়ির আঁচল পেঁচিয়ে রাস্তায় পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এবিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রিন্ট