মানিক কুমার দাসঃ
ফরিদপুরে ইমাম কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে যুদ্ধ বিরোধী চুক্তি ভঙ্গ করে গভীর রাতে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরাইলি হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে উক্ত কর্মসূচি আয়োজন করা হয়।
ইমাম কল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা মুফতি কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ আমজাদ হোসেন, শহর ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী মোহাম্মদ শাহিন বাশার, ইমাম কল্যাণ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক কবির আহমেদ, গোয়ালচামট মোল্লা বাড়ির সড়ক মসজিদের পেশ ইমাম মওলানা আবু বকর, মোহাম্মদ কামরুল ইসলাম মোহতামিম শামসুল উলুম দাখিল মাদ্রাসা, সোহেল রানা সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হযরত মাওলানা হাফেজ নাসির মৌলানা মাহমুদুর রহমান ইমাম ও খতিব কোতোয়ালি থানা জামে মসজিদ, মোঃ আবু নাঈম প্রমুখ।
বক্তারা এ সময় ইসরাইলের যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের জনগণের উপর হামলার প্রতিবাদ করেন। তারা বলেন যুদ্ধ বিরোধী লঙ্ঘন করে ইসরাইলের এই ধরনের কার্যক্রম মোটেই গ্রহণযোগ্য না। এ ব্যাপারে জাতিসংঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবার দাবি জানান।
বক্তারা বলেন, বছরের পর বছর আমেরিকার মদদে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর হামলা করছে নারী শিশু সহ হাজার হাজার মানুষ হত্যা করা হচ্ছে। অথচ এই ব্যাপারে তাদের কোন মাথা ব্যাথা নেই। তারা অবিলম্বে এ ধরনের নারকীয় হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য আহ্বান জানান।
একই সাথে এ ব্যাপারে ওআইসি কে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবার আহ্বান জানান। বক্তারা সম্প্রতি ভারতে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে এ ঘটনায় নরেন্দ্র মোদিকে দায়ী করেন এবং সেখানে এই ধরনের অত্যাচার বন্ধ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে পরবর্তী অংশে মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল শহরের জনতা ব্যাংকের মোড়ে উপস্থিত হয়। সেখান থেকে শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবে সামনে আসে।
প্রিন্ট