রনি আহমেদ রাজুঃ
মাগুরায় অবৈধ আগ্নেয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার ২১ শে মার্চ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
যৌথ বাহিনীর অভিযানে মেজর সাফিন আল সাইফের নেতৃত্বে আর্মি ক্যাম্প, র্যাব এবং পুলিশ অংশগ্রহণ করে। আটককৃতদের মধ্যে মোঃ শান্টু মিয়া (৩৫) এবং শ্রী জয় কুমার দাস (৩০)।
অস্ত্রধারী ব্যক্তিদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি রামদা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। শান্টু মিয়া, মাগুরা সদর উপজেলার, বেলনগর গ্রামের মোঃ আঃ ওয়াহাব মোল্লার ছেলে, এবং শ্রী জয় কুমার দাস, মাগুরা সদর উপজেলার, লক্ষীকান্দা গ্রামের জোগ্গেশ্বর দাসের ছেলে। আটককৃতদের অস্ত্রসহ মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এমন অভিযান সাধারণ মানুষের জনজীবন রক্ষার্থে চলমান থাকিবে।
প্রিন্ট