ফরিদপুরের বোয়ালমারীতে সাঁকো দিয়ে নদী পার হতে গিয়ে পড়ে গিয়ে শ্রাবণী (৮) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল নয়টার দিকে বারাশিয়া নদী পার হতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রাবণী চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে চতুল ইউনিয়নের চতুল গ্রামের বাবলু কাজীর মেয়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাত ঘণ্টা অতিবাহিত হলেও শিশুটির খোঁজ মেলেনি।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার গুনবহা চরপাড়া এলাকায় খালা বাড়ি থেকে ফেরার পথে চতুল চিতাঘাটা নামক স্থানে বারাশিয়া নদীতে সাঁকো পার হতে গিয়ে পা পিছলে পড়ে যায় শ্রাবণী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান। তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল সাত্তার মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের ডুবুরি দলের সদস্য নেই। দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ডুবুরি দলের সদস্যদের আনা হয়েছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে এখনো শিশুটির সন্ধান মেলেনি।
প্রিন্ট