মানিক কুমার দাসঃ
অসুস্থ মেয়ের সহযোগিতার জন্য সর্বস্তরের জনগণের কাছে সাহায্যের আবেদন করেছেন পিতা মোহাম্মদ জাহিদ হাসান। আজ বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের জানান, তার কন্যা জিনিয়া (৯) গত তিন বছর যাবৎ মাথায় পানি জমে মারাত্মক অসুবিধার মধ্য দিয়ে বর্তমানে সময় অতিবাহিত করছেন। বর্তমানে চিকিৎসার কারণে তার মেয়ের ঠিকমত লেখাপড়া হচ্ছে না, এ কথা তিনি জানান।
তিনি আরও বলেন, মাথায় পানি জমে যাওয়ার কারণে মেয়ের অপারেশন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তবে, তার কাছে প্রয়োজনীয় টাকা না থাকার কারণে তিনি সমাজের সর্বস্তরের জনগণের কাছে সাহায্য প্রত্যাশা করেছেন।
তিনি জানান, এই চিকিৎসার জন্য তার মেয়ের প্রায় পাঁচ লক্ষ টাকার প্রয়োজন, অথচ এ পরিমাণ টাকা তার কাছে নেই। অন্যদিকে, আগামী মাসের ১৫ তারিখের মধ্যে তার মেয়েকে অপারেশন করতে চান তিনি।
জাহিদ ব্যক্তিগতভাবে একজন ইজি বাইক চালক। তার বাড়ি মেহেরপুর জেলার ৯ নং ওয়ার্ডের গোরস্থান পাড়া। বর্তমানে তিনি হাজী শরীয়তুল্লাহ বাজারে নুর ভান্ডারের সামনে ভ্রাম্যমানভাবে অবস্থান করছেন। তিনি তার মেয়ের সুষ্ঠু চিকিৎসার জন্য সমাজের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন। তাকে সাহায্য করতে চাইলে তার বিকাশ নম্বর হলো ০১৭৭৫০৭৯৭৫৪।
প্রিন্ট