ইব্রাহিম হোসেনঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর থানার টাউন হল এলাকায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রদল। মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মহানগর পশ্চিম মোহাম্মদপুর থানা ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে এই ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের অন্যতম যুগ্ন আহব্বায়ক জাহিদ হোসেন মোড়ল, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মোহাম্মদ বাবু, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আকরাম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জিন্নাহ, মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোকসেদুল হাসান মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী খান সহ মোহাম্মদপুর থানা ছাত্রদল, যুবদল সহ অনন্য সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার বিতরণের বিষয়ে মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন নিলয় বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও মহানগরের নেতাদের সহযোগিতায় আজ আমরা ইফতার বিতরণ কার্যক্রম গ্রহণ করছি। আমরা টাউনহল বাজার এলাকায় অন্তত পাঁচ শতাধিক মানুষের মাঝে এই ইফতার বিতরণ করছি।
ইফতার বিতরণ অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়। এ ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যেন সুখী সমৃদ্ধের একটি বাংলাদেশ গড়ে ওঠে সে জন্যও দোয়া করা হয়।
প্রিন্ট