মোঃ ইকবাল হোসেনঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মিলন (২৬) কে বহিষ্কার করা হয়েছে। এক কিশোরীকে ধর্ষণ চেষ্টা করলে পরবর্তীতে ওই কিশোরী থানায় মামলা করেন।
তার বিরুদ্ধে এ ঘটনায় ২০ মার্চ বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
অভিযুক্ত মিলন পৗরসভার কলেজ রোডের মিঠাপুর গ্রামের বাসিন্দা আরফিন মোল্যার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহŸায়ক আব্দুল্লাহ আল মিলনকে সাংগঠনিক পদ থেকে
বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এতে অনুমোদন দেন।
গত ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে ভূক্তভোগী তরুণীকে মিলনের বাড়িতে ধর্ষণ চেষ্টা করে। পরে ওই তরুণীর চিৎকারে স্থানীয়রা এসে তাকে রক্ষা করে। এ ঘটনায় পরদিন তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা করেন ওই তরুণী।
তৎক্ষণিক মিলনের ভাষ্য, ‘তিনি ষড়যন্ত্রের স্বীকার। রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে প্রতিপক্ষ তাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে’।
সোমবার (১৭ মার্চ) গাজীপুর জেলার জয়দেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মিলনকে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রিন্ট