কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বাড়ি থেকে নিখোঁজ হওয়া এক তরুনীর মৃতদেহ উদ্ধার করেেছে মিরপুর থানা পুলিশ।
আজ বুধবার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের অধীন ভাঙ্গা বটতলার পুর্ব-দক্ষিণে ও শহীদুল ঠাকুরের ইট ভাটার পশ্চিমে (শোলা বিলের মাঠ) ভুট্রা ক্ষেত থেকে বিকাল সাড়ে তিনটার সময় ফাতেমা খাতুন (১৪) নামের নবম শ্রেণীর পড়ুয়া এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ফাতেমা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কটো ডাক্তারের নাতনী ও সাইফুল ইসলামের মেয়ে।
পারিবারিক সুত্রে জানা যায় গত মঙ্গলবার দিবাগত রাত ১ টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। খোঁজাখুঁজি করার এক পর্যায়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
কুষ্টিয়ার মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা এই প্রতিবেদককে বলেন, খবর পেয়ে দ্রুত থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌছে। ময়নাতদন্তের জন্য তরুণীর মৃতদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আইনগত পদক্ষেপ হিসেবে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানের জোর প্রচেষ্টা শুরু হয়েছে।
প্রিন্ট