শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় ২৬ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার আবির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, পৌর বিএনপি’র আহ্বায়ক এ জেডজি রশিদ রেজা বাজু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ রাজু, উপজেলা মৎস্য কর্মকর্তা, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী, সুধী ও সাংবাদিকগণ। সভায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস, ২৫ শে মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রিন্ট