মোঃ জিয়াউর রহমানঃ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক ৪টি অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক নারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার (১৭ মার্চ) দুপুরে বিজিবি বিশেষ টহলদল আশ্রায়ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪ হতে আনুমানিক ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ঠোটারপাড়া নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এক মহিলা চোরাকারবারীসহ মাদক ও অন্যান্য মালামাল আটক করা হয়।
আটক নারী হলেন— কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রেফায়েতপুর গ্রামের, হারিস মন্ডলের মেয়ে মোছাঃ জালেমা বেগম (৪৫)। তার কাছ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর গ্রামের খেজমত আলীর ছেলে চোরাকারবারী মোঃ সুবেল (৩০) পালিয়ে যায়। আটক নারীকে মামলা দায়ের করে দৌলতপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
অপরদিকে প্রাগপুর সীমান্ত পিলার ১৫২/৮-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ২১০ বোতল ফেন্সিডিল ও ০.৬৭৫ গ্রাম হেরোইন আটক করা হয়েছে।
অন্যদিকে মথুরাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ০২ কেজি গাঁজা ও ০১টি মোটরসাইকেল এবং কাথুলী বিওপির সীমান্ত এলাকায় মালিক বিহীন অবস্থায় ভারতীয় গাঁজা ০৪ কেজি আটক করা হয়েছে।
এসব অভিযানে উদ্ধারকৃত ভারতীয় মাদক দ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৭ লক্ষ ১৬ হাজার টাকা বলে বিজিবি জানায়।
প্রিন্ট