আমিরুল ইসলামঃ
নাটোরের বড়াইগ্রামে মরা গরুর মাংস বিক্রি করার সময় কসাইকে হাতেনাতে আটক করা হয়। গতকাল রবিবার রাতে আনুমানিক দশটার দিকে বড়াইগ্রাম উপজেলার তিরাইল বাজারে এ ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে দেখা যায় রাত দশটার দিকে কসাই সোহেল রানা পূর্ব থেকে জবাইকৃত একটি ৫-৬ মন ওজনের গরু তিরাইল বাজারে নিয়ে আসে মাংস বিক্রির উদ্দেশ্য। এ সময় স্থানীয় জনতার সন্দেহ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামকে ঘটনা স্থানে উপস্থিত হয় ।
এ সময় তার সঙ্গে ছিল উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম। বিক্রি করার জন্য রাখা মাংস পরীক্ষা নিরীক্ষা করে সন্দেহতীত ভাবে মরা গরুর প্রমাণিত হওয়ায় সম্পূর্ণ মাংস মাটির নিচে পুতে ফেলা হয় এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে কসাই সোহেল রানা কে ৫০০০ টাকা অর্থ দন্ড করা হয়।
কসাই সোহেল রানা তিরাইল গ্রামের সোনাই মন্ডলের ছেলে। তার সহযোগী দুই কসাই সুমন আলী পার্শ্ববর্তী গোয়ালফা গ্রামের কাদের আলির ছেলে এবং সাইফুল ইসলাম নোটাবাড়িয়া গ্রামে হারু প্রামানিকের ছেলে। এ সময় স্থানীয় জনগণ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট