রাজবাড়ী জেলার পাংশা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বুধবার ১৪ জুলাই জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে পাংশা উপজেলা পরিষদ জামে মসজিদ, পাংশা শাহজুই (র.) কামিল মাদরাসা সংলগ্ন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা এবং পাট্টা ইউপির মাজাইল সিদ্দিকিয়া খানকা শরীফ শাহী জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাংশা শাহজুই হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় পবিত্র কোরআন খানি অনুষ্ঠিত হয়।
জানা যায়, বুধবার যোহরের নামাজের পর পাংশা উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া অনুষ্ঠানে পাংশা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ মো. রকিবুল ইসলাম শামীম, পাংশা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মাওলানা মো. লোকমান হোসেন, পাংশা পৌরসভা জাতীয় পার্টির সভাপতি কে.এম ফজলুল হক বাবু ও রংপুরে এলজিইডিতে কর্মরত মো. সাইফুল ইসলাম প্রমূখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা পৌরসভা জাতীয় পার্টির সহসভাপতি মোতালেব হোসেন বিশ্বাসসহ মসজিদের মুসল্লী, জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মাদ রুস্তম আলী।
এছাড়া যোহরের নামাজের পর পাংশা শাহজুই হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় পবিত্র কোরআন খানি শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. জিল্লুর রহমান। মাগরিবের নামাজের পর মাজাইল সিদ্দিকিয়া খানকা শরীফ শাহী জামে মসজিদে জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম।
পাংশা উপজেলা পরিষদ জামে মসজিদে বুধবার দুপুরে জাতীয় পার্টি আয়োজিত সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলের একাংশ।
প্রিন্ট