হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালী হাতিয়ায় পৃথক অভিযানে মো:মামুন ও রিয়াজ নামে দুইজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে কোষ্টগার্ড। রবিবার দুপুরে তাদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
এর আগে শনিবার গভীর রাতে উপজেলার চরকিং ইউনিয়নের দাসপাড়া থেকে মো: মামুনকে এবং বুড়িরচর ইউনিয়নের আজিজিয়া থেকে রিয়াজকে আটক করা হয়।
আটক মো: মামুন উদ্দিন চরকিং ইউনিয়নের দাসপাড়া গ্রামের মো: তোফাজ্জল হোসেনের ছেলে ও রিয়াজ উদ্দিন বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোড়খালী গ্রামের আব্দুল হকের ছেলে।
কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করা হয়েছে। আটক মামুন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে এবং পরে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। হাতিয়া থানায় তার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। আটক রিয়াজের বিরুদ্ধেও এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা সহ একাধিক চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কোষ্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার মো:সিয়াম-উল-হক জানান, আটক দুইজনকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হবে।
প্রিন্ট