মানিক কুমার দাসঃ
ফরিদপুর বিভাগীয় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সভাপতিত্বে
ফরিদপুর বিভাগীয় বিএনপির বর্ধিত এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড: আসাদুজ্জামান রিপন।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সহ-সংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গিসহ ফরিদপুর বিভাগের বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে বিএনপির লক্ষ্য ছিল দেশে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকারকে ক্ষমতায় আনা ৷
গত ৫ আগষ্ট খুনী ও ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামিলীগের পতনের মাধ্যমে সেই লক্ষ্যে পৌছানোর পথ সুগম হয়েছে। আর তাই দলের কোন নেতা কর্মী যেন কোন অপকর্মে জড়িয়ে থাকতে না পারে সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে বক্তারা বলেন আগামী নির্বাচন ডিসেম্বরেই হতে হবে। এবং সেজন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।
বক্তারা বলেন আগামীর বাংলাদেশ, সুষ্ঠ নির্বাচনের বাংলাদেশ৷ তাই আগামী নির্বাচনে বিএনপি অবশ্যম্ভাবী জয়কে নিশ্চিত করতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে জনগণের দোড়গোড়ায় যেতে হবে। জনগণকে বোঝাতে হবে। তাদের মন জয় কাজ করতে হবে।
আগামীতে জেলার নেতৃবৃন্দ উপজেলা পর্যায়ে সভা করবেনআমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি আর মাত্র কিছুদিন ধৈর্য্য ধরতে হবে৷ তাহলেই আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জিত হবে। বক্তারা সংস্কারের নামে কালক্ষেপণ না করে অবিলম্বে জাতীয় নির্বাচন দেবার জন্য সরকারের নিকট জোর দাবি জানান
প্রিন্ট