মোঃ ইনামুল খন্দকারঃ
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে মধুখালী উপজেলা মডেল মসজিদের হলরুমে ইফতার মাহফিলে উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা আলীমুজ্জামান এর সভাপতিত্বে ও পৌর জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা রেজাউল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী’র মনোনীত এমপি প্রার্থী প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান সরদার, উপজেলা ওলামা বিভাগ জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামী’র সেক্রেটারি খলিলুর রহমান, উপজেলা ওলামা বিভাগের জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মাওলানা নাজির আহম্মেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইনামুল খন্দকার, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কামালউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমির আলী, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা বলেন, “সাংবাদিক জাতির বিবেক। এদেরকে সমাজে দুর্নীতি বিপক্ষে অবস্থান নিয়ে কাজ করতে হবে এবং সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
প্রিন্ট