ঝালকাঠি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেবেকা সুলতানা প্রতিষ্ঠিত ও পরিচালিত ডাঃ শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাকেন্দ্রের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ঝালকাঠিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) জেলার কাঠালিয়ার গরিবের বন্ধু সমাজ কল্যাণ সংস্থার অসহায় ও সুবিধাবঞ্চিত সদস্যদেরকে নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (কাঠালিয়া) জহিরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গরিবের বন্ধু সমাজ কল্যাণ সংস্থা ও কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মানবিক সাংবাদিক বাদল হাওলাদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাসেল, কার্যনির্বাহী সদস্য কাজী মাসুদ সংগঠনিক সম্পাদকসহ কাঠালিয়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেবাকেন্দ্রের ঝালকাঠি জেলা প্রতিনিধি এম এ আজিজ।
ডাঃ শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাকেন্দ্রের উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন মানবসেবামূলক কর্মসূচি পরিচালিত হয়। দেশের অধিকাংশ জেলায় সেবাকেন্দ্রটির স্বেচ্ছাসেবক রয়েছে।
প্রিন্ট