ঢাকা , বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo e-Paper-13.03.2025 Logo ৫ দফা দাবিতে যশোরে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ Logo মাগুরাতে ইউনিয়ন চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন Logo লালপুরে ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ Logo লালপুরে রানীক্ষেত রোগে রায়হানের ৫ হাজার কোয়েল পাখির মৃত্যু Logo নাটোরে সাংবাদিকদের ওপর বরখাস্তকৃত এসপির হামলাঃ প্রতিবাদে সাংবাদিকদের থানায় অভিযোগ Logo প্রবাসী স্বামীকে ফিরিয়ে আনার কথা বলতে গিয়ে লাঞ্চিত এক গৃহবধু Logo সহকারী প্রধান শিক্ষকের তথ্য গোপন! Logo বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতে মাটি ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা Logo সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী চৌধুরী শায়লা কামালের দাফন সম্পন্ন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

লালপুরে রানীক্ষেত রোগে রায়হানের ৫ হাজার কোয়েল পাখির মৃত্যু

রাশিদুল ইসলাম রাশেদঃ

 

নাটোরের লালপুর উপজেলার পশ্চিম ডেবরপাড়া গ্রামের মৃত রনজিত কারিগরের ছেলে আবু রায়হানের স্বপ্ন ছিল চাকরির পেছনে না ছুটে নিজেই হবেন উদ্যোক্তা। সেই স্বপ্ন পূরণে প্রথমে গড়েছিলেন ব্রয়লার ও লেয়ার মুরগির খামার। তবে প্রত্যাশা অনুযায়ী লাভ না হওয়ায় ইউটিউব দেখে শুরু করেন কোয়েল পাখি পালন। এবার কাঙ্খিত সাফল্য পেতে শুরু করেছিলেন আবু রায়হান (৩৫)। কিন্তু বিধি বাম। আকস্মিকভাবে গত চারদিনে রানীক্ষেত রোগে মারা গেছে খামারের প্রায় সব কোয়েল পাখি।

 

বুধবার (১২ মার্চ, ২০২৫) সরেজমিনে দেখা যায়, খামারের ভেতর কোয়েল পাখি মরে স্তুপ হয়ে পড়ে আছে। সেগুলো ঝুড়িতে উঠাচ্ছেন রায়হান। তাঁর ছেলে সাকিব সেই পাখিগুলো বস্তায় ভরে রাখছেন। পরে বস্তাগুলো মাটিতে গর্ত করে পুঁতে রাখার প্রস্তুতিও নিচ্ছেন।

 

এ সময় খামারি আবু রায়হান বলেন, তিন মাস আগে ৫ হাজার পাখির বাচ্চা কিনে খামার শুরু করেছিলেন। দুই মাসের মধ্যে পাখিগুলো ডিম দিতে শুরু করে। প্রতিদিন প্রায় এক হাজার ডিম উৎপাদন হচ্ছিলো। গত ৭ মার্চ থেকে খামারে শুরু হয় বিপর্যয়। হঠাৎ কিছু পাখি ঝিমিয়ে পড়ে মারা যেতে থাকে। উপজেলা পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করেও শেষ রক্ষা হয়নি। একে একে সব কোয়েল মারা যায়। এখন শুধু ৪০টি পাখি বেঁচে আছে। সেগুলোও অসুস্থ থাকায় বিক্রি করতে পারেননি।

 

তিনি আরও বলেন, বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নিয়ে প্রায় ৫-৬ লাখ টাকা বিনিয়োগ করে খামারটি গড়েছিলেন। পাখি বিক্রির মাধ্যমে সেই ঋণ পরিশোধের পরিকল্পনা থাকলেও এখন তিনি সব হারিয়ে পথে বসেছেন।

 

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, রানীক্ষেত রোগে আবু রায়হানের খামারে কোয়েল পাখি মারা গেছে। এটি এক ধরনের সংক্রামক ভাইরাস। যা খামারের ভেতর দ্রুত ছড়ায়। এ রোগ প্রতিরোধে নিয়মিত খামার পরিদর্শন করে খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

e-Paper-13.03.2025

error: Content is protected !!

লালপুরে রানীক্ষেত রোগে রায়হানের ৫ হাজার কোয়েল পাখির মৃত্যু

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :

রাশিদুল ইসলাম রাশেদঃ

 

নাটোরের লালপুর উপজেলার পশ্চিম ডেবরপাড়া গ্রামের মৃত রনজিত কারিগরের ছেলে আবু রায়হানের স্বপ্ন ছিল চাকরির পেছনে না ছুটে নিজেই হবেন উদ্যোক্তা। সেই স্বপ্ন পূরণে প্রথমে গড়েছিলেন ব্রয়লার ও লেয়ার মুরগির খামার। তবে প্রত্যাশা অনুযায়ী লাভ না হওয়ায় ইউটিউব দেখে শুরু করেন কোয়েল পাখি পালন। এবার কাঙ্খিত সাফল্য পেতে শুরু করেছিলেন আবু রায়হান (৩৫)। কিন্তু বিধি বাম। আকস্মিকভাবে গত চারদিনে রানীক্ষেত রোগে মারা গেছে খামারের প্রায় সব কোয়েল পাখি।

 

বুধবার (১২ মার্চ, ২০২৫) সরেজমিনে দেখা যায়, খামারের ভেতর কোয়েল পাখি মরে স্তুপ হয়ে পড়ে আছে। সেগুলো ঝুড়িতে উঠাচ্ছেন রায়হান। তাঁর ছেলে সাকিব সেই পাখিগুলো বস্তায় ভরে রাখছেন। পরে বস্তাগুলো মাটিতে গর্ত করে পুঁতে রাখার প্রস্তুতিও নিচ্ছেন।

 

এ সময় খামারি আবু রায়হান বলেন, তিন মাস আগে ৫ হাজার পাখির বাচ্চা কিনে খামার শুরু করেছিলেন। দুই মাসের মধ্যে পাখিগুলো ডিম দিতে শুরু করে। প্রতিদিন প্রায় এক হাজার ডিম উৎপাদন হচ্ছিলো। গত ৭ মার্চ থেকে খামারে শুরু হয় বিপর্যয়। হঠাৎ কিছু পাখি ঝিমিয়ে পড়ে মারা যেতে থাকে। উপজেলা পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করেও শেষ রক্ষা হয়নি। একে একে সব কোয়েল মারা যায়। এখন শুধু ৪০টি পাখি বেঁচে আছে। সেগুলোও অসুস্থ থাকায় বিক্রি করতে পারেননি।

 

তিনি আরও বলেন, বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নিয়ে প্রায় ৫-৬ লাখ টাকা বিনিয়োগ করে খামারটি গড়েছিলেন। পাখি বিক্রির মাধ্যমে সেই ঋণ পরিশোধের পরিকল্পনা থাকলেও এখন তিনি সব হারিয়ে পথে বসেছেন।

 

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, রানীক্ষেত রোগে আবু রায়হানের খামারে কোয়েল পাখি মারা গেছে। এটি এক ধরনের সংক্রামক ভাইরাস। যা খামারের ভেতর দ্রুত ছড়ায়। এ রোগ প্রতিরোধে নিয়মিত খামার পরিদর্শন করে খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে।


প্রিন্ট