কাজী নূরঃ
এমবিবিএস (ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারী) ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে যশোরের চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১২ মার্চ) যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে তারা পূর্ব নির্ধারিত এ কর্মসূচি পালন করেন। এদিন বেলা ১১টার পর থেকে বহিঃবিভাগে রোগী দেখা বন্ধ করে দেন চিকিৎসকরা। তবে জরুরী চিকিৎসাসেবা ব্যবস্থা চালু ছিল।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ডা. ওয়াইদুল কাদির উজ্জল, ডা. এসএম নাজমুল হক, ডা. ওহিদুজ্জামান আজাদ, ডা. আহসান কবীর বাপ্পী, রায়হানুল ইসলাম ইমন। ইন্টার্ন ডা. হাসনাইন জাভেদ, মাসুদুর রহমান, নাঈম ইসলাম প্রমুখ।
বিক্ষোভকারী চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা বলেন, ম্যাটস, বিএমডিসি ও স্যাকমোরা নিজেদের নামের পাশে ডাক্তার পদবি ব্যবহার করে জনগণের সাথে প্রতারণা করছে। তারা বিভিন্ন সময় অপারেশন পর্যন্ত করছে। অপচিকিৎসায় অনেক রোগীর মৃত্যু হচ্ছে। যার দায় চিকিৎসক সমাজ নিতে পারে না। এজন্য এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ নামের আগে চিকিৎসক লিখতে পারবেন না। এ
ছাড়া ওটিসি ড্রাগ লিস্ট বাস্তবায়ন, চিকিৎসক সংকট নিরসনে সকল শূন্য পদে নিয়োগ প্রদান, মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধ ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানানো হয়।
এদিকে চিকিৎসকদের কর্মবিরতির কারণে বর্হিঃবিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তির শিকার হতে হয়। অসংখ্য রোগী চিকিৎসাসেবা না পেয়ে বাড়িতে ফিরে যান। জানতে চাইলে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
প্রিন্ট