মানিক কুমার দাসঃ
ফরিদপুরে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল পাঁচটায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, ফরিদপুর জেলা শাখার আয়োজনে ফরিদপুর জেলা শাখার সভাপতি মো: এস এম আবুল বাশারের সভাপতিত্বে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়৷
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার আমীর মোহাম্মদ বদরুদ্দিন,পৌর আমীর এহসানুল মাহবুব রুবেল, শ্রমিক নেতা আলহেরা ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মাসুদ রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এস এম আবুল বাশার, পৌরসভার সভাপতি সিরাজুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,”পবিত্র মাহে রমজান সংযমের মাস । এ মাসে পবিত্র কোরআন শরীফ নাজেল হয়েছিল ।
আর তাই পবিত্র রমজানের শিক্ষার আলোকে জীবনকে গড়তে হবে ।
বক্তারা বলেন শুধু নিজেরা ভালো থাকলেই হবেনা৷ সবাই যাতে ভালো থাকতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর তাই রমজান মাসে পবিত্রতা রক্ষায় সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান হয়। বক্তারা পবিত্র ঈদুল ফিতরের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করার জন্য মালিকদের নিকট আহ্বান জানানো হয় ।
প্রিন্ট