আব্দুস সালাম তালুকদা্রঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভিটামিন এ প্লাস ক্যাপসুলের ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) সকালে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে ভিটামিন-এ ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সুশান্ত চন্দ্র বর্মন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফরহাদ আলম চৌধুরী, মেডিকেল অফিসার মোঃ আব্দুল আলিম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোসাঃ দৌলতুন নেশা, স্বাস্থ্য সহকারী মোসাঃ রুলি আকতার, মেডিকেল টেকনোলজি ইপিআই মোঃ মনিরুল ইসলাম, মসজিদের ইমাম মোঃ রবিউল ইসলাম ও স্থানীয় গণমাধ্যম কর্মী প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ জানান, রাতকানা রোগ থেকে মুক্তির লক্ষ্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুর জন্য অতি জরুরী একটি ভিটামিন। ভিটামিন এ প্লাস এর অভাবে দৃষ্টিশক্তি হারায়। তিনি আরো জানান শতভাগ শিশুর দৃষ্টিশক্তি সঠিক এবং রাতকানা রোগ মুক্ত করার লক্ষ্যে আগামী ১৫ মার্চ শনিবার উপজেলার ৮টি ইউনিয়নে ও ১টি পৌর সভায় ১৯৪ টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৪শত ৫৯ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন-এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩১ হাজার ৯শ ৭৩জন শিশুকে লাল রংয়ের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১৯৪ টি কেন্দ্রের মধ্যে মোট স্বাস্থ্য কর্মী থাকবে ৪৪জন, ৩২জন পরিবার পরিকল্পনা সহকারী ও ৩৮৮ জন সেচ্ছাসেবী কর্মীসহ মোট ৪৬৪ জন কর্মী ১৯৪টি কেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রিন্ট