মানিক কুমার দাসঃ
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর সংস্কার সমাজ কল্যাণ সংঘ ও স্টার লিডার একাডেমির উদ্যোগে দেশব্যাপী শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কানাইপুর স্টার লিডার একাডেমির সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রতিষ্ঠানের পরিচালক সানজাউর রহমতের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন,সাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকসহ সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা বলেন বর্তমান সময় পরিকল্পিতভাবে ধর্ষণের ঘটনাটি সমগ্র বাংলাদেশে বেড়ে চলেছে। এর পেছনে একটি গভীর ষড়যন্ত্র কাজ করছে। সাম্প্রতিক সময় কানাইপুরে একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অবিলম্বে ধর্ষকের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তি কার্যকরের দাবি জানান ।
এ ব্যাপারে প্রশাসনকে বিশেষ করে বিচার ব্যবস্থাকে অত্যন্ত কঠোর হতে হবে।বিচার ব্যবস্থার ফাক ফোকরের কারণেই ধর্ষকরা জামিনে বেরিয়ে যাচ্ছে। পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে এবং ধর্ষকের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারী অভিভাবক ও শিক্ষার্থীরা শিশুদের বিরুদ্ধে সহিংসতা, নিপিড়ন ও ধর্ষণকারীদের বিরুদ্ধে স্লোগান সম্বলিত ফেস্টুন, প্লেকার্ড ব্যবহার করতে দেখা যায়।
প্রিন্ট