হাসিবুল ইসলাম সাদঃ
নাটোরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ মার্চ মঙ্গলবার সকাল দশটার দিকে জেলা সিভিল সার্জন এর কার্যালয়ে সম্মেলন কক্ষে এই ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফিন এর সভাপতিত্বে এই ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ১৫ মার্চ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সারা দেশের মতো জেলার ৭টি উপজেলায় বিভিন্ন ইপিআই কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫৫৯২ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২২৩০৩৩ জন সর্বমোট ২৪৮৫৯৫ জন শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রিন্ট