মানিক কুমার দাসঃ
২০২৪ সালের ২৯ ডিসেম্বর, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ফরিদপুর জেলায় ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এন এইচ রুবেল ও সাধারণ সম্পাদক লায়ন মুনসুর আহমেদ মুন্না কমিটিটি অনুমোদন করেন। রফিক হামিদুলকে আহ্বায়ক ও রইসুল ইসলামকে সদস্য সচিব নিযুক্ত করা হয়।
গতকাল সোমবার সকাল ১১টায় ফরিদপুর টেরাকোটা রেস্টুরেন্টে কমিটির পরিচয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আহ্বায়ক রফিক হামিদুল বলেন, “জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কর্মী হতে পেরে আমরা গর্বিত। আমাদের লক্ষ্য দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কাজ করা।” সদস্য সচিব রইসুল ইসলাম যোগ করেন, “ফরিদপুর জেলায় দলের কার্যক্রম আরও গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
সভায় উপস্থিত সকল সদস্য দলের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং “আমরা শক্তি আমরা বল, আমরা জিয়ার সৈনিক দল, বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগান দিয়ে তাদের সংকল্প প্রকাশ করেন।
প্রিন্ট