আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তানোর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”। ১০ মার্চ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ প্রস্তুতিকালীন সচেতনতামূলক মহড়া এবং প্রধান সড়কে এক সচেতনতামূলক র্যালি বের করা হয়।
পরে উপজেলা প্রশাসনিক হলরুমে আয়োজিত আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির গুরুত্ব ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খানের সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, ফায়ার সার্ভিস তানোর স্টেশনের সিনিয়র ফায়ার বিগ্রেড সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল মামুন, অফিস-সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাকিল হোসেন, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী মিজানুর রহমান, সদস্য সৈয়দ মাহমুদ সহ অনেকে।
বক্তারা দুর্যোগ ঝুঁকি কমানোর জন্য জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
প্রিন্ট