আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোরে শিব নদীর নাব্যতা সংকট।এতে নদী পাড়ের কয়েকটি গ্রামের শত-শত মৎস্যজীবী পরিবার চরম বিপাকে পড়েছে। একটা সময় নদী পাড়ের কয়েকটি গ্রামের শত শত মৎস্যজীবী বছরে ৬ মাস নদী মাছ আহরণ ও ৬ মাস নদী পাড়ে জেগে উঠা জমিতে ধান চাষ করে জীবীকা নির্বাহ করতেন।কিন্ত্ত নাব্যতা সংকটের কারণে একদিকে এখন নদীতে মাছের সংকট অন্যদিকে নদী পাড়ের জেগে উঠা খাস জমি প্রভাবশালীদের দখলে রয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।এছাড়াও কৃষিকাজে এই নদীর পানি সেচ দেয়া হতো।কিন্ত্ত নাব্যতা সংকটে কৃষিকাজে নদীর পানি সেচ দেয়া যাচ্ছে না।কৃষিতে যার বিরুপ প্রভাব পড়েছে।
জানা গেছে,রাজশাহীর তানোর-মোহনপুরের সীমান্ত দিয়ে বয়ে চলা শিব নদী এক সময় পাল আমলের সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল। আশির দশকেও এই নদীতে লঞ্চ চলাচল করত, যা পরিবহন ও কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এ অঞ্চলের মানুষের জেলা সদরে যোগাযোগের মাধ্যম ছিল এই নৌপথ।তবে বর্তমানে দখল, দূষণ ও ভরাটের ফলে নদটি প্রায় মৃতপ্রায়। বর্ষা মৌসুমে হালকা বৃষ্টিতেই বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়, আবার ফাল্গুন-চৈত্র মাসে নদীর পানি শুকিয়ে যায়। ফলে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানি সংকট তীব্র আকার ধারণ করে।
শিব নদীর উৎপত্তি নওগাঁর মহাদেবপুরে, যা আত্রাই নদীর একটি শাখা। প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী তানোরের বিলকুমারী বিল অতিক্রম করে পবার বাগধানীতে জামদহ নদীর সঙ্গে মিলিত হয়ে বারনই নামে পরিচিত হয়। এই বারনই নদী রাজশাহীর প্রাচীন নদীবন্দর নওহাটা হয়ে চলনবিলে প্রবেশ করে মূল আত্রাই নদীতে গিয়ে মিশেছে।
একসময় শিব নদী একটি গুরুত্বপূর্ণ নৌপথ ছিল। ১৯৮২ সালেও এই নদীপথে প্রতিদিন লঞ্চ চলাচল করত। তানোর অঞ্চলে উৎপাদিত ফসল পরিবহন এবং পান উৎপাদনের জন্যও এটি গুরুত্বপূর্ণ ছিল। ব্রিটিশ আমলে এখানকার পান নলডাঙ্গা হয়ে উত্তর প্রদেশে রপ্তানি হতো।
তবে ষাটের দশকের শুরুর দিকে মান্দা উপজেলার বৈদ্যপুরে বন্যা নিয়ন্ত্রণের জন্য স্থানীয় জনগণ একটি বাঁধ নির্মাণ করায় নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। বর্তমানে নদীতে কেবল বৃষ্টির পানি প্রবাহিত হয়, যা ফাল্গুন-চৈত্র মাসে প্রায় শুকিয়ে যায়। ফলে কৃষকরা বোরো চাষের জন্য প্রয়োজনীয় পানি পাচ্ছেন না। বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নামছে, মুন্ডমালা পৌরসভায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। বিএমডিএ অতিরিক্ত পানি উত্তোলনে নিরুৎসাহিত করছে, যা কৃষকদের আরও বিপাকে ফেলেছে।
এমন পরিস্থিতিতে শিব নদী পুনঃখনন জরুরি হয়ে পড়েছে। নদীর নাব্যতা ফিরিয়ে না আনলে হাজার হাজার একর কৃষিজমি অনাবাদি হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড নদীর সঙ্গে সংযুক্ত খাড়িগুলো খননের উদ্যোগ নিলেও মূল নদীর সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেয়নি। কৃষকদের দাবি, দ্রুত শিব নদী পুনঃখনন ও নাব্যতা পুনরুদ্ধার করে কৃষিখাতে বিপর্যয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।
প্রিন্ট