সাহিদা পারভীনঃ
রাজবাড়ীর কালুখালীসহ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কালুখালী সরকারি কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কালুখালী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আসিফ মন্ডল, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মান্নান শেখ, প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগন বলেন, কালুখালীসহ সারাদেশের ধর্ষণ ও নারী নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। বক্তাগন ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান।
প্রিন্ট