আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা উলামা বিভাগের উদ্যোগে ক্বিরাত প্রতিযোগীতা আয়োজন করা হয়েছে। জানা গেছে, গতকাল সকালে তানোর আল মাদরাসাতুল ইসলাহীয়ায় এই ক্বিরাত প্রতিযোগীতার আয়োজন করা হয়। উপজেলা উলামা সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতি্ত্বে এবং সেক্রেটারি ক্বারি মাওলানা আইয়ুব আলীর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজশাহী জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন তানোর উপজেলা উলামা বিভাগের প্রধান উপদেষ্টা মাওলানা আলমগীর হোসেন। ক্বিরাত প্রতিযোগীতায় উপজেলার ১৬টি হাফিজিয়া মাদ্রাসা থেকে ৭৪ জন ছাত্র অংশগ্রহণ করেন তাঁর মধ্যে ৭ জনকে আকর্ষনীয় পুরস্কার ও বাকি প্রতিযোগীদের শান্তনা পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকগণ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন তাদের মধ্যে ৩ জনকে আকর্ষনীয় ও বাকিদের শান্তনা পুরস্কার দেয়া হয়।
এদিন প্রধান অতিথি মাওলানা সিরাজুল ইসলাম তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে কুরআন হিফ্জ করার সঙ্গে সঙ্গে আধুনিক ও বৈশ্বিক জ্ঞানে শিক্ষিত হয়ে নিজের এবং জাতীয় উন্নয়নে ভূমিকা পালন করার এবং একাজে শিক্ষক গণদেরও ভূমিকা রাখার জন্য উদাত্ত্ব আহ্বান জানান।
বিশেষ অতিথি মাওলানা আলমগীর হোসেন তার বক্তব্যে হাফিজ সাহেব গণদের আল কুরআন বুঝে পড়ার এবং কুরআনের আলোকে ব্যাক্তি, পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য উদাত্ত্ব আহ্বান জানান।
সভাপতি মাওলানা মিজানুর রহমান সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আগামীতে এধরণের আয়োজনে সকলের সহায়তার আহবান জানিয়ে আল্লাহর সাহায্য কামনা করে দোয়া পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
প্রিন্ট