সাহিদা পারভীনঃ
‘ অধিকার, সমতা,ক্ষমতায়ন – নারী ও কন্যার মূল্যায়ন ‘ _ এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলাা দপ্তর আলোচনা সভার আয়োজন করে।
সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা ইশরাত জাহান উম্মন, সহকারী কমিশনার( ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, কালুখালী থানার এসআই মোস্তফা কামাল, কিশোর কিশোরী ক্লাবের সমন্বয়ক আকলিমা খাতুন, শিক্ষার্থী শ্রেয়শী নাগ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রিন্ট