শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় খোকসা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আবির হোসেন সোহাগ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা প্রকল্প কর্মকর্তা, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণার্থী মহিলাগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ নারীর অধিকারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রিন্ট