কাজী নূরঃ
বিদ্রোহী সাহিত্য পরিষদ- বিএসপি যশোরের ২৪৭তম মাসিক সাহিত্য সভা শুক্রবার (৭ মার্চ) সকাল ১০টায় শহরের পোস্ট অফিসপাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক শিমুল আজাদ।
বিএসপির সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি দীনেশ মন্ডল, কবি সুরাইয়া শরীফ ও কবি তোজাম্মেল হক।
কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন বিএসপির সাবেক সভাপতি কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, শরীফ হোসেন, রাশিদা আখতার লিলি, সঞ্জয় নন্দী, অ্যাড. মাহমুদা খানম, তাপস কুমার বিশ্বাস, আতিয়ার রহমান, ইরফান খান, ভদ্রাবতী বিশ্বাস, শরীফ হোসেন ধীমান, এএফএম মোমিন যশোরী, নজরুল ইসলাম, আমিনুর রহমান, ইসলাম, সানজিদা ফেরদৌস প্রমুখ।
সভায় সংগঠনের সহ- সভাপতি কবি আমির হোসেন মিলন ও নূরজাহান আরা নীতির সুস্থতা কামনা করা হয়।
প্রিন্ট